সহসাই দলে ফিরতে চান তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় তারকা। সর্বকালের সেরা ওপেনার। লম্বা সময় ধরে ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। তার অধীনে দলও ভালো করছিল। ওয়ানডে সুপার লিগ শেষ করেছিল তৃতীয় হয়ে। মাঝে অবসর নাটকীয়তার পর পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না টাইগারদের সফল এই ব্যাটার। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন একই সঙ্গে। তার অনুপুস্থিতিতে এশিয়া কাপে খুব একটা সুবিধা করছে পারছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে শুরু করলেও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে হেরে যায় পাকিস্তানের কাছে। দলের এমন খারাপ পারফরম্যান্স নিয়ে তাই কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

গতকাল শুক্রবার একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে তামিম বলেন খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই। বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি। গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ ভালো দল বাংলাদেশ। এজন্য এশিয়া কাপেও গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে। যদিও আশানুরুপ পারফরম্যান্স হচ্ছে না এই টুর্নামেন্ট। তবে এখনই হতাশ হতে রাজি নন তামিম। তিনি বলেন, আমি না খেললেও নিয়মিত খেলা দেখছি। দল ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটা ম্যাচে এমনটা হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল। কাজেই সামনের ম্যাচ গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চয়ই টিম ম্যানেজম্যান্ট সেভাবেই ভাবছে। দল জানে কিভাবে ফিরে আসতে হয়। হয়তো আমরা পরের ম্যাচে জিতে আবার প্রতিদ্বন্দ্বিতার ধারায় ফিরব। তামিম এরই মধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এরই মধ্যে তিনি মাঠে অনুশীলন শুরু করেছেন। আশা করছেন ঘরের মাঠে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফিরবেন এই বাঁহাতি ওপেনার। এরপর সামনে বিশ্বকাপ। আর সে বিশ্বকাপেও খেলবেন দলের হয়ে। আর সে জন্যই তিনি নিজেকে তৈরি করছেন। সহসা দলে ফিরে নিজের সেরাটা দিয়ে আবার নিজেকে ফিরে পেতে চান তামিম ইকবাল।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে বোরহান মেম্বার একাডেমির জয়
পরবর্তী নিবন্ধ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হংকংয়ে