সহজ জয়ে শুভ সূচনা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

নারীদের অনূর্ধ্ব১৯ ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় এই সিরজে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক । নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ করে লংকান নারীরা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেথরানজালি। এছাড়া বিশমা গুনারত্নে করেন ১৯ রান। ১০ রান আসে মালুদি দুলানসার ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বাংলাদেশের পক্ষে রাবেয়া ১৩ রানে নেন ৩টি উইকেট । এছাড়া ১৯ রানে তিনটি উইকেট নিয়েছেন নিশিতা আক্তার।

মাত্র ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন বাংলাদেশের ব্যাটাররা। ২১ রানে প্রথশ উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সুমাইয়া আক্তার খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস। এছাড়া তিনে নামা ইভা ৩৬ বলে ২৭ রান করেন। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইরা। ২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ নারী দল। শ্রীলঙ্কার পক্ষে ৩টি উইকেট নেন শাশিনি গিমহানি ওয়েজেয়ারত্না। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রাবেয়া খাতুন।

পূর্ববর্তী নিবন্ধভ্যাটার্ণ ফুটবলের ফাইনালে চকবাজার ও আব্দুল গনি স্মৃতি সংসদ
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন