সহকর্মীকে খুনের দায়ে একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর বন্দরটিলা এলাকার নেভী সিগারেটের অফিসের সামনে অফিসটির ব্র্যান্ড রিপ্রেজেনটেটিভকে খুনের দায়ে তার এক জুনিয়র সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, চাঁদপুরের মতলব দক্ষিণ থানা এলাকার এবি সিদ্দিকের ছেলে মো. কাউসার। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদার এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কানু রাম শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় ৯ জনের সাক্ষ্য নিয়েছেন বিচারক।

আদালতসূত্র জানায়, ২০১১ সালের ৫ অক্টোবর নেভী সিগারেটের অফিসের সামনে খুন হন অফিসটির ব্যান্ড রিপ্রেজেনটেটিভ বজলুর রহমান। এ ঘটনায় অফিসটির জুনিয়র সহকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বজলুর রহমানের স্ত্রী পারভীন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, শিক্ষানবিশ হিসেবে নিজের সাথে মো. কাউসারকে রেখেছিলেন বজলুর রহমান। ঘটনার আগের দিন বজলুর রহমানের ব্যাগ, ছাতা ও সিগারেটে চুরি করেন কাউসার। একপর্যায়ে বিষয়টির সমাধানও হয়। কিন্তু মো. কাউসার রেগে ছিলেন এবং ক্ষোভ থেকে অফিসের সামনেই বজলুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। আদালতসূত্র আরো জানায়, তদন্ত শেষে একই বছরের ২৬ ডিসেম্বর মো. কাউসারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলন হয়নি, কর্মী সমাবেশের ৭ মাস পর ফেসবুকে পূর্ণাঙ্গ কমিটি
পরবর্তী নিবন্ধএকদিন বাদেই আবার রেকর্ড, দেশে নতুন ভর্তি ৮৮৯