সল্টগোলা রেলক্রসিং সড়ক প্রশস্ত করা হোক

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর যানজটের অন্যতম ব্যস্ত সড়ক চিকেন নেক খ্যাত সল্টগোলা রেলক্রসিং। একেতো চতুর্মুখী রাস্তা, নেই পথচারী পারাপারের ফুট ওভারব্রিজ সারাক্ষণ যানজটে বিভোর হয়ে থাকে এই স্থানটি। চট্টগ্রাম বন্দরের ১ ও ২ নং গেট সল্টগোলা রেল ক্রসিং মোড়ে রয়েছে রেলপথ এবং নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রবেশের জন্য সার্বক্ষণিক রাস্তায় দাঁড়িয়ে থাকে শত শত ট্রাক কভার্ডভ্যান ট্রেইলার। কাজের পরিধি অনুযায়ী রাস্তার প্রশস্ত অনেকটাই কম। রাস্তার প্রশস্ত আরো বড় করা প্রয়োজন। কিছু উদ্যোগ কর্তৃপক্ষ গ্রহণ করলেই হতে পারে ভালো কিছু। সল্টগোলা রেলক্রসিং মোড়ে রয়েছে দুটি পুলিশ ফাঁড়ির বক্স। একটি ছোট একটি মাঝারি টাইপের এবং একটি পেট্রোল পাম্প অত্র এলাকার সম্মানিত জনসাধারণের মতামত মাঝারি টাইপের পুলিশ বক্স এবং পেট্রোল পাম্পটি অন্যত্র সরিয়ে প্রতিস্থাপন করলে রাস্তার প্রশস্ত বাড়ানো অত্যন্ত সহজ হবে। যানবাহন বন্দরে প্রবেশের ক্ষেত্রে আলাদা এবং শহরমুখী যানবাহনের ক্ষেত্রে আলাদা রোড বাস্তবায়ন হলে তীব্র যানজট থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে জনসাধারণ।

মোহাম্মদ পারভেজ কাইছার

বন্দর

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধথলের বিড়াল