সল্টগোলা রেলক্রসিং মোড়ে যানজট নিরসনে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর সহ তার আশপাশের এলাকায় বর্তমানে যানজট এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যানজটের দুঃসহ যাতনা ভোগ করে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানুষের কর্মব্যস্ততাকে স্তব্ধ করে দিচ্ছে দুঃসহ যানজট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, শিপিং করপোরেশন, সিইপিজেট সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশ ঘেঁষে অবস্থিত চট্টগ্রাম সল্টগোলা রেলক্রসিং মোড়ে যানজট এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নৌবাহিনী, বিমান বাহিনী, ইস্টার্ন রিফাইনারী, ইস্টার্ন কেবলস, টিএসপি, পদ্মা মেঘনা যমুনা অয়েল লিঃ এবং চট্টগ্রাম বিমানবন্দর যাতায়াতে এই ক্রসিং মোড়টি অতিক্রম করতে হয়। ব্যস্ততম এই রোডের পাশে রয়েছে নৌবাহিনী স্কুল ও কলেজ, বেপজা স্কুল ও কলেজ, বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, ইস্টার্ন রিফাইনারী স্কুল, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় সহ অনেকগুলো প্রাইমারি ও শিশুদের কিন্ডারগার্টেন স্কুল। এই সকল স্কুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে এই রোডে চলাচল করতে হয়। যানজট নিরসনে এলাকার জনগণ এছাক সওদাগরের বাড়ির সম্মুখ হতে বিএসসি মেরিন ওয়ার্কশপের বিপরিতে রেললাইন পাশ ঘেঁষে খালের উপর সেতু নির্মাণের দাবি করে আসছিল। তাই জনগণের ভয়াবহ দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সল্টগোলা রেলক্রসিং মোড়ের পুলিশ বঙটি অন্যত্র সুবিধাজনক স্থানে স্থানান্তর করা প্রয়োজন। তাছাড়া যানজট রোধকল্পে রাস্তার আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা, ভাসমান দোকান উচ্ছেদ করে রাস্তা এবং রাস্তার মোড়ের প্রশস্ততা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জননিরাপত্তার কথা ভেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

মুহাম্মদ বাবুল হক বাবর

পূর্ববর্তী নিবন্ধপ্রমথনাথ বিশী : সাহিত্যিক ও মননশীল গবেষক
পরবর্তী নিবন্ধশুভ বৈশাখী পূর্ণিমা