সর্বোচ্চ যাকাত সংগ্রহকারীর সম্মাননা পেলেন জেলা প্রশাসক

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

বিগত ২০২৩২৪ অর্থ বছরে সারাদেশে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গত ২৮ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ধর্ম মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের পক্ষে ডিসির হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিএমপির নবাগত উপপুলিশ কমিশনার ও অ্যাডিশনাল ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান, উপজেলা চেয়ারম্যান যথাক্রমে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, আবুল কাশেম চিশতী, ফারুক চৌধুরী, কাজী মোজাম্মেল হক, মো. জাহেদুল হক, মো. এনায়েত হোসেন নয়ন, মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী, এসএম আনোয়ার হোসেন, ইউনুস গণি চৌধুরী, মো. নাজিম উদ্দিন মুহুরী, জসিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার যথাক্রমে কে এম রফিকুল ইসলাম, এবিএম মশিউজ্জামান, মো. মোজাম্মেল হক চৌধুরী, অংগ্যজাই মারমা, মো. রায়হান মেহেবুব, হিমাদ্রী খীসা, মিল্টন বিশ্বাস, মো. আলাউদ্দিন ভূঁঞা, মু. ইনামুল হাছান, মাসুমা জান্নাত, মো. ইশতিয়াক ইমন, জেসমিন আক্তার, পৌর মেয়র যথাক্রমে জমির উদ্দিন পারভেজ, বদিউল আলম, মু. মাহাবুবুল আলম, মো. গিয়াস উদ্দিন, মো. ইসমাইল প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের হিসেবে অনুযায়ী জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিগত ২০২৩২৪ অর্থ বছরে সারাদেশে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম জেলা। বিগত অর্থবছরে চট্টগ্রাম জেলায় যাকাত হিসেবে মোট ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা আয় হয়। এর মধ্যে ৭০ শতাংশ টাকা জেলার ১৫ উপজেলা ও মহানগরে দুস্থ, অনাথ ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে বিতরণ করা হবে, বাকি ৩০ শতাংশ টাকা যাকাত বোর্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যয় হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরের গুলীদ্ধারে ট্রলারডুবি ২৫ জেলে উদ্ধার, নিখোঁজ ২
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান