আজ শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের সাড়ে ছয়দশক পরও ভাষা শহিদদের সেই সাহসী উচ্চারণ “সর্বস্তরে বাংলাভাষা চালু কর, করতে হবে” এখনো বাস্তবায়ন হয়নি। এখনো এদেশের সিংহভাগ মানুষ বাংলাভাষা শুদ্ধ করে পড়তে লিখতে জানে না।দেশের সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বাংলায় দক্ষ করতে কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই। সর্বস্তরে বাংলাভাষা চালু করার কোনো উদ্যোগ নেই। দেশের সকল সাইনবোর্ডের (নামফলকে) ওপরের ৬০ভাগ বাংলায় ও নিচের ৪০ভাগ বিদেশি ভাষায় লেখার জন্যে আদালতের নির্দেশনা থাকলেও কেউ তা মানছে না। যে ভাষা শহিদদের রক্তের সিঁড়ি বেয়ে আজকের স্বাধীন বাংলাদেশ, সেই বীরসেনানীদের আমরা আর কতো অবমাননা করবো। ভাষার মাস আসলে কেবল বাংলাভাষার প্রতি আমাদের দরদ উথলে ওঠে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে বাংলাকে বাধ্যতামূলক করার সরকারি কোনো উদ্যোগ নেই। আমরা আশা করবো,মুজিববর্ষে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের কার্যকর উদ্যোগ নেবেন।