মন খারাপ কিংবা ভালো থাকুক কেউ থাকবে পাশে কেউবা জানবেই না, এটাই বাস্তবতা। তবে ওষুধ হলো সব সময়ই সুন্দর মুহূর্তগুলো মনের চোখে রাখা তাহলেই ভালো থাকা যায়। স্বার্থপর এই পৃথিবী। খুব কম সংখ্যক ভালো মননের উৎকর্ষ চাষ করে আমাদের মানুষের হৃদয়ে। আপনি / আমি ভালো আছি বা ভালো থাকি সেটা কম মানুষই হজম করতে পারে। ভালো চাষ বা ফলন সকলে করতে জানেন না। অন্যকে হাতিয়ার করে অল্প সময় ভালো থাকা যায় দীর্ঘ সময় নয়। মনের শুদ্ধতা সর্বপ্রথম, বাকীগুলো অজান্তেই চলে আসে প্রাপ্তিতে।