চিনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। ১৮ বছর বয়সী গুকেশ ৭.৫–৬.৫ স্কোরে জিতেছেন গুকেশ। গতকাল বৃহস্পতিবার আসরের ১৪তম ম্যাচ ছিল। ১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেন দুই জনেরই। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সে জিতবে। গতকাল গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি। ৭ বছর বয়সে দাবায় হাতেখড়ি গুকেশের। এক বছর পরই অনূর্ধ্ব–৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব–১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। ভারতের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন এই দাবাড়ু বাংলাদেশ প্রিমিয়ার বিভাগ দাবা খেলেছেন টানা দুই বছর। ২০২১ সালে বাংলাদেশ বিমান এবং ২০২২ সালে বাংলাদেশ পুলিশের হয়ে খেলেছেন। টানা দুইবার বাংলাদেশে খেলে যাওয়ায় বাংলাদেশি দাবাড়ুদের সঙ্গে ভালোই সখ্যতা গুকেশের। ২০২৩ সালে চীনের হাংজু এশিয়ান গেমসেও বাংলাদেশি দাবাড়ুদের সঙ্গে সময় কেটেছে তার।