শিল্পী সরোয়ার জামান জাবেদের ‘কে রে তুই ’ গানের মোড়ক উন্মোচন হয়েছে গত ২৯ আগস্ট স্থানীয় একটি রেস্টুরেন্টে। গানের কথা : শাহিদুল বাপ্পা সুর ও কম্পোজিশন ইফতেখার খান ইকা (হার্ট রিলেশন)। গানের শুটিং দুবাই ও বাংলাদেশে হয়েছে। এই গানের ডিরেক্টর জাহেদ উল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সাংবাদিক আলমগীর অপু। বিশেষ অতিথি ছিলেন চাটগাঁইয়া নওজোয়ানের জামাল আহমেদ, গীতিকার হুমায়ুন চৌধুরী, ফিডব্যাকের ভোকালিস্ট রায়হান, এসেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। বক্তব্য রাখেন ইমতিয়াজ বর্ষণ, এহসান হাবিব জুয়েল, লরেন্স, রাসেল, রুম্মন, আরিয়ান ও সাহিল।