সরে গেল ভাগনার, বাখমুত এখন রুশ সেনাদের হাতে

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার। তাদের ঘাঁটিগুলো তুলে দেওয়া হচ্ছে রুশ সৈন্যদের হাতে। ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি। ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, ১ জুনের মধ্যে শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। প্রতিশ্রুতি দেওয়া সময়ের এক সপ্তাহ আগেই শহরটি হস্তান্তর করা হলো। খবর বাংলানিউজের।

টেলিগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে ভাগনার প্রধান জানিয়েছে, ‘আমরা আজ বাখমুত থেকে ইউনিট প্রত্যাহার করছি। তিনি বলেছেন, কিছু ভাগনার যোদ্ধা রাশিয়ান সৈন্যদের সহায়তার জন্য থাকবে। আর রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী শহরের পরিস্থিতি পরিচালনা করতে অক্ষম হলে তার বাহিনী যেকোনো সময় বাখমুতে ফিরতে প্রস্তুত। বাখমুত দখলের লড়াই ছিল এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের দীর্ঘতম এবং সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই। এই লড়াইয়ে দুইপক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং মাস্টার্স সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধ৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের