সরানো হলো ঝুঁকিপূর্ণ ১শ পরিবার

মতিঝর্ণা ও বাটালি হিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালি হিল থেকে ১শ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। এসব পরিবারের সদস্যরা সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের মাধ্যমে অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসকারী আরো ৫০৬০টির মতো ঘর চিহ্নিত করা হয়েছে। এ সকল ঘর ফাঁকা করতে কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, পাহাড়ের পাদদেশে ৯০ ডিগ্রি বরাবর চিহ্নিত ঘর অতি বৃষ্টিতে চরম ঝুঁকিপূর্ণ।

সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ জানান, অভিযানে দেখা যায়, মতিঝর্ণাবাটালি হিল এলাকায় এনজিও জাগো ফাউন্ডেশন পাহাড় কেটে স্কুল বানিয়েছে। এটি নিয়ে পরিবেশ অধিদপ্তরে মামলা চলমান।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত রিকশায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্দরে পণ্য ডেলিভারি শুরু, পুরোদমে চালু হবে আজ