সরাইপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাশে মদের বোতল ও ফোন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:২৩ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি মদের বোতল আর একটি ফোন পাওয়া গেছে। পুলিশ বলছে, মদ্যপান করে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরাইপাড়া লোহারপুল এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজাদীকে বলেন, একটি পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করেছি। ওই ঘরে কেউ থাকে না। আমরা লাশের পরিচয় এখনো জানতে পারিনি। পরিচয় জানার জন্য নানাভাবে চেষ্টা করছি। ধারণা করছি মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের। শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটির পাশে একটি খালি মদের

বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধহিটু শেখের প্রাণদণ্ড, ৩ জন খালাস
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৭ জনের