সরস্বতী পূজা উদযাপন

আজাদী ডেস্ক | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

করোনা স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপন হয়েছে। প্রতি বছরের ন্যায় পূজার আয়োজন থাকলেও করোনা পরিস্থিতির কারণে উৎসাহ উদ্দীপনার ঘাটতি ছিলো। তবে মন্দিরগুলোতে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা চলেছে।
রেলওয়ে পূজা উদ্‌যাপন ও কল্যাণ পরিষদ, সিআরবি : বাংলাদেশ রেলওয়ে পূজা উদ্‌যাপন ও কল্যাণ পরিষদ, সিআরবি চট্টগ্রামের উদ্যোগে গতকাল রেলওয়ে অফিসার্স ক্লাব, পলোগ্রাউন্ড, চট্টগ্রামে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়। উক্ত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা শেষে শ্রীমদ্ভগবদ্‌ গীতা পাঠ, আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম হালিশহরস্থ আরটিএ/রেক্টর শ্রীযুক্ত মিহির কান্তি গুহ বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এই পূজা সেই বন্ধনকে আরো দৃঢ় করবে। অনুষ্ঠানের সভাপতি বাবুল কান্তি চক্রর্ত্তী বলেন, আমরা কেন্দ্রীয় রেলভবন, চট্টগ্রাম সংলগ্ন এলাকায় অনুরূপভাবে স্থান নির্মাণসহ মন্দির নির্মাণের জোর দাবি জানাচ্ছি। অরুণ কুমার ভদ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিষ কুমার চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষণ চন্দ্র বাচ্চু, কার্যকরী সভাপতি তাপস চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক শান্তুনু দাশ। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ সিরাজুল ইসলাম রাজু, মনসুর রহমান, শেখ লোকমান হোসেন, গোলাম রসূল, অরুণ কুমার দাশ, নুর মোহাম্মদ হরেন্দ্র কুমার নাথ, সাফিউল আলম, মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুস, নারায়ন চন্দ্র দাশ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক আজাদীর সিনিয়র স্টাফ রিপোর্টার ঋত্বিক নয়ন ও ফটো সংবাদিক অনুপম বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণনিকা নৈবেদ্য প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মোড়ক উন্মোচন করেন।
ছাত্র যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ : বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে শ্রী শ্রী বাণী অর্চ্চনা উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গণে বাণী বন্দনা ও সুবিধা বঞ্চিত ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ধর্মের মূল ব্যাখ্যা হচ্ছে মানব সেবা। মানবের মাঝেই আল্লাহ-ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানকে উপলক্ষ করে সমাজের সুবিধা বঞ্চিত, অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাই হচ্ছে প্রকৃত ধর্ম। ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি শান্তনু ত্রিপাটির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অস্মিত চক্রবর্তী অমিত। বাণী অর্চ্চনা সংসদের আহবায়ক জিকু দে ও সদস্য সচিব সুমিত চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট চন্দন বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের সভাপতি এড. অনুপম চক্রবর্তী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি নিতাই চন্দ্র দাশ, মহানগর পূজা পরিষদের সহসভাপতি বিপ্লব চৌধুরী, পরিষদ কর্মকর্তা এড. নটু চৌধুরী, এড.নিখির কুমার নাথ,এড. তপন কুমার দাশ, মহিলা সম্পাদিকা রাধারাণী দেবী টুন্টু, এড. দীপক চন্দ্র নাথ, এড. বিবেকানন্দ চৌধুরী প্রমুখ।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চুয়েটে সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। প্রফেসর ড. রণজিৎ কুমার সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋত্বিক মুড়াল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. স্বপন কুমার পালিত, প্রফেসর ড. আশুতোষ সাহা, প্রফেসর ড. সুনীল ধর, প্রফেসর ড. সজল বণিক, শ্রী কানু কুমার দাশ, ড. প্রসঞ্জীত দাশ, ড. সম্পদ ঘোষ প্রমুখ।
রেড ক্রিসেন্ট : অসম্প্রদায়িক চেতনায় প্রথমবারের মতো বিদ্যাদেবী সরস্বতী পূজা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মসূচি পালন করে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে সাতকানিয়া শ্রী ঋষি তীর্থ অনাথ আশ্রমে অনাথ শিশুদের খাদ্য বিতরণ, জেমসেন হল প্রাঙ্গণে দর্শনার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং গতকাল সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। আরো উপস্থিত ছিলেন ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, আবদুর রহমান, অর্পিতা চক্রবর্ত্তী, দীপ্ত ভট্টাচার্য্য, অভিষেক চৌধুরী, রকিবুল ইসলাম সহ যুব স্বেচ্ছাসেবকরা।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল : চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গতকাল শনিবার রাতে পূজা সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে হিন্দু শিক্ষকগণের সহযোগিতায় ‘কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২২’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল-পূজা, অঞ্জলি প্রদান, কীর্ত্তন, ভোগ-আরতি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ। সরস্বতী পূজা সম্পন্নে দায়িত্ব পালন করেছেন-পূজা উদযাপন পরিষদের আহবায়ক শিক্ষক আশীষ কুমার শীল, সদস্য সচিব শিক্ষক সুশান্ত দে, শিক্ষক শিপ্রা সিকদার, লেলিন বিশ্বাস, ইলা সাহা, শুভ্রা দাশ, ইলাশ্রী চৌধুরী, ধনঞ্জয় দেবনাথ, সুকুমার দাশ, দেবীকা ঘোষ, প্রণব নন্দী, টুম্পা ভট্টাচার্য, প্রিয়ম দাশ, পূজন দাশ, ঈশান বনিক, অর্পিত দত্ত, কৌশিক শীল জয়, অরিত্র মজুমদার, দেবজ্যোতি চৌধুরী, সৃজন দাশ, বর্ষরাজ দে, সৌরভ সরকার, অদ্রিত সেনগুপ্ত, অরিজিত ভৌমিক, অরিজিত দাশ গুপ্ত, আদিত্য বিশ্বাস, শাওন চক্রবর্তী, সুস্মিত দাশ, তূষণ চৌধুরী, সুকর্ণ সেন, অতিন্দ্রীয় আচার্য, অর্ণব মন্ডল, অভ্রনীল ঘোষ ও সুদীপ্ত ধর।
চকবাজার বিষ্ণু মন্দির : চকবাজারস্থ শ্রীশ্রী বিষ্ণু মন্দিরে বাণী ও সুরের অধিষ্ঠাত্রী বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয় পঞ্চমী তিথি। অজ্ঞতার অন্ধকার দূর করতে সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য ভক্তরা প্রণতি জানান।
এছাড়া সকাল থেকে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল দেন ভক্তরা। পূজা শেষে অঞ্জলি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র লাল রায়, সাধারণ সম্পাদক রনজিত কুমার সরকার, সহ-সভাপতি ডা. সুমন সরকার, যুগ্ম সম্পাদক প্রকৌশলী দীপেন সরকার, অর্থ সম্পাদক প্রকৌশলী দিবাকর রায়, দপ্তর সম্পাদক রূপক রায়, সাংস্কৃতিক সম্পাদক মিনতী রানী দাশ, কার্য নির্বাহী সদস্য সুপ্রিয়া দাশ, অনুপম রায় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে জনগণের হাসপাতাল
পরবর্তী নিবন্ধওয়ালি খা মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ