ইচ্ছেগুলো দিচ্ছে তাড়া
অসংগতি দলতে
দুষ্ট ধারায় রুষ্ট থেকে
শুদ্ধ ধারায় চলতে।
চিত্ত আমার বিত্ত ভরা
নয় তা মোটে ক্ষুদ্র
তিক্ত মনে সিক্ত চোখে
হতে জানি রুদ্র।
উচ্চ জনের তুচ্ছ স্বভাব
জুতোর ধুলি গণ্য
সঙ্গ খারাপ জঙ্গ প্রবণ
চরিত্র নয় ধন্য।
কর্ম করে ধর্ম পালন
জন্মের সাজসজ্জা
শূন্য হাতে পুণ্য চাইলে
স্রষ্টা দেবেন লজ্জা।
দ্বন্দ্ব করে ছন্দ–জীবন
করবো কেনো নষ্ট
সুক্ষ্ম বোধে দুঃখ হবে
লক্ষ্য হবে ভ্রষ্ট।