সরফভাটায় নুরুল আমাতুল ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নুরুল আমাতুল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী।

প্রধান বক্তা ছিলেন মনির আহমেদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হারুন। বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল ইসলাম, গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম তৌহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য, জেলা সমবায় অফিসার (অব🙂 বাদশা মিয়া, শওকতুল ইসলাম, জমির উদ্দিন, সৈয়দ আতিকুর রহমান, মমতাজুল ইসলাম, খোরশেদ আলম সুজন, এস এম ফয়জুল আজিম, জামাল উদ্দিন, এস এম পেয়ারুল হক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এস এম নওশাদুল ইসলাম। শেষে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌভাগ্যবান ব্যক্তিরাই জনসেবার জন্য আল্লাহর মনোনীত হতে পারেন
পরবর্তী নিবন্ধপরিবেশ দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন