সরফভাটায় মাদক উদ্ধারে গিয়ে মিলল দেশীয় অস্ত্র

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে পুলিশ গিয়েছিল মাদক উদ্ধার অভিযানে।  তবে সেখানে মাদক না মিললেও মিলেছে ১৩টি দেশীয় অস্ত্র। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, সরফভাটা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ইয়াছিন নামে একজনের বসতবাড়িতে মাদক বিকিকিনি চলছে এমন সংবাদ পায় পুলিশ। গতকাল বিকালে ওই বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে যায়। অভিযানে ইয়াছিনকে পাওয়া যায়নি। তবে ১৩টি দেশীয় অস্ত্র (চাকু/ছুরি) জব্দ করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ইয়াছিনের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ রয়েছে। গোপন সংবাদে তার বাড়িতে যৌথ অভিযান চালানো হলে তাকে পাওয়া যায়নি, মেলেনি মাদক। তবে তার বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমেরুং ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা