সরফভাটা সিকদারপাড়া সড়কের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা সিকদার পাড়া সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সড়কের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সরফভাটা সিকদার পাড়া সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা।

এটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। অবশেষে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দিদারুল আলম খোকন, সাইফুদ্দীন আজম, খোরশেদ আলম সুজন, মোহাম্মদ ইউছুফ, মাহবুব সিকদার, রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফু, আহাদুল হক, মোহাম্মদ সাইফুদ্দীন, মোহাম্মদ রায়হান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ ঘরে যুবকের লাশ
পরবর্তী নিবন্ধইন্টারনেট সুবিধার আওতায় আসছে রাউজানের ১৮২ প্রাথমিক বিদ্যালয়