সরগরম আদালতপাড়া

আইনজীবী সমিতি নির্বাচন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দরজায় কড়া নাড়ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২১। আর এ নির্বাচন ঘিরে আদালতপাড়া সরগরম হয়ে উঠেছে। শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা পৃথক প্যানেলে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন। স্ব স্ব দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে তৎপরতা চালাচ্ছেন।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিবছর আলোচনায় থাকা তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেলগুলো হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি ও জোট সমর্থিত আইনজীবী ঐক্য ও স্বতন্ত্র প্যানেল সমমনা আইনজীবী সংসদ। এরই মধ্যে সংগঠনগুলো প্রার্থী ঘোষণা করে অনেকটা আগাম প্রচারণাই শুরু করে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ক’দিন আগে ১৯ টি পদে পূর্ণ প্যানেলে প্রার্থী ঘোষণা করেছে। এবারো মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দীন। তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে এবার সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী এম এ (আবু মোহাম্মদ) হাসেম। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট বনজ কুমার, সহ সভাপতি আলী আশরাফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল আল মামুন, অর্থ সম্পাদক এস.এম অহিদুল্লাহ, লাইব্রেরি সম্পাদক মো. নজরুল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মনজুরুল আজম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাদী মো. হাম্মাদ উল্লাহ। এছাড়া দশজন প্রার্থীকে সদস্য পদের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার এক বৈঠক শেষে বিএনপি ও জোট সমর্থিত আইনজীবী ঐক্য ফোরাম আইনজীবী সমিতির নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার গতকাল আজাদীকে বলেন, আমরা আপাতত নির্বাহী কমিটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছি। ক’দিন পর সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
গতকাল বিএনপি প্যানেলে ঘোষিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক, সিনিয়র সহ সভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহ সভাপতি হিসেবে আবু তাহের, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান টিটু, অর্থ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিয়া, পাঠাগার সম্পাদক রবিউল হোসেন নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল আলম চৌধুরী মারুফ।
তবে স্বতন্ত্র প্যানেল সমমনা আইনজীবী সংসদের প্রার্থী ঘোষণার ব্যাপারে জানা যায়নি। জানা গেছে, ইতিমধ্যে মনোনীত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করে আনতে দলের সিনিয়ররা প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন সভা ও বৈঠকের মাধ্যমে মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন নেতৃবৃন্দ।
গত বুধবার আইনজীবী মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের পাশাপাশি আওয়ামী প্যানেল থেকে মনোনীতদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি প্রার্থীদের ১৯টি পদে পূর্ণ প্যানেলের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সিনিয়র আইনজীবীরা। অনুষ্ঠানটিতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও আওয়ামী মনোনীত প্রার্থীদের পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচমেকের দুই চিকিৎসকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ
পরবর্তী নিবন্ধমামুনুল হকের আসা নিয়ে উত্তাপ