সরকারের পদত্যাগ ও খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ১১:১৮ অপরাহ্ণ

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

৯ অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ/মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন।

এছাড়াও আগামী ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে ঢাকায় জন সমাবেশ।

আজ বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের সমাপনি সমাবেশে থেকে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারি থেকে রোডমার্চ শুরু হয়। চট্টগ্রামের কাজীর দেউড়ী গিয়ে রোডমার্চের সমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভায় বহুল প্রত্যাশিত উচ্ছেদ শুরু
পরবর্তী নিবন্ধআমরা কাউকে পাথর মারছি না