সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে এক শ্রেণির লোভী সিন্ডিকেট

মানববন্ধনে সুজন

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩০ অপরাহ্ণ

হুকুম দখল চট্টগ্রামবাসীর সতিন কাঁটা বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সকালে এম এ আজিজ সড়কের দক্ষিণ হালিশহর নারিকেল তলা এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর এক মানববন্ধনে উপরোক্ত মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নানামুখী উন্নয়ন পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। কিন্তু সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এক শ্রেণির লোভী সিন্ডিকেট। এসব মামলাবাজ সিন্ডিকেট চক্রের সাথে প্রত্যক্ষভাবে আতাত রয়েছে এল এ অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের। সে রকম একটি চক্রের মামলার ফাঁদে পড়ে বছর ধরে হুকুম দখলের টাকা থেকে বঞ্চিত রয়েছে শতাধিক পরিবার। এতে করে প্রধানমন্ত্রী ঘোষিত হুকুম দখলের শর্ত লংঘন করা হচ্ছে। তিনি আরো বলেন, চট্টগ্রামের তিন চতুর্থাংশ জায়গা দখল করে রেখেছে বিভিন্ন সংস্থা। চট্টগ্রামবাসী এখন নিজ দেশে পরবাসী। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তারা জায়গা ছাড় দিতে রাজি হলেও ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে না দিয়েই পরিবারগুলোকে উচ্ছেদ করতে চায় বিভিন্ন সংস্থা। এসব শতশত পরিবারকে অনিশ্চয়তা থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ জরুরি। মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এবং মোহাম্মদ বেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আকবর হোসেন কবি, যুবনেতা সমীর মহাজন লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই
পরবর্তী নিবন্ধশিল্পকলায় আবৃত্তি জোটের দুদিনব্যাপী উৎসব শুরু আজ