উন্নয়ন সংস্থা ঘাসফুলের আয়োজনে গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে ইউনিসেফ ও ব্র্যাকের সহযোগিতায় ঘাসফুল প্রাইজ কর্মসূচির ২০০ জন শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়নের সহযোগী হিসেবে উন্নয়ন সমূহের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষ করে সনদ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে সমাজের একজন যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে সক্ষম হবে।
অতিথিরা বলেন, সমাজে পিছিয়ে পড়া তরুণীদের আত্ম–কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে উন্নয়ন সংস্থা ঘাসফুল। নারীরা সমাজের বোঝা নয় সুযোগ পেলে দক্ষতার মাধ্যমে এগিয়ে যাবে অনেক দূর। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হবে দেশ। এসব কারিগরিক কর্মসূচি দেশের উন্নয়ন এবং দক্ষজনশক্তি গঠনে এক যুগান্তরী ভূমিকা রাখবে বলে আশা করছি। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. ফরিদুল আলম, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের এডুকেশন অফিসার শেখ রকিবুল হাসান ও ব্র্যাকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক স্কিল ডেভলপম্যান্ট প্রোগ্রামের বিভাগীয় ব্যস্থাপক মো. মশিউর রহমান ও ঘাসফুলের উপপরিচালক সাদিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাসফুলের সমন্বয়কারী সিরাজুল ইসলাম ও প্রোগ্রাম সুপারভাইজার নিবেদিতা পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা ইনামুল হাসান, হামিদুল হক, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।