সরকারের অনুমোদন ছাড়া জিএমও পণ্য বাজারে নয়

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম বা জিএমও পণ্য বাজারজাত করতে হলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন লাগবে। ফসলের নতুন কোনো জাত উৎপাদন হলে সেটি মানুষের ও পরিবেশের জন্য ক্ষতিকারক কিনা সেটি আগে যাচাইবাছাই করবে সরকার। এরপর তা বাজারে ছাড়ার অনুমতি দেবে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, জাতীয় জীব নিরাপত্তা নীতি২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খবর বিডিনিউজের।

তিনি জানান, আন্তর্জাতিক ফোরাম থেকে বার বার বলা হচ্ছে একটি নীতিমালা করার জন্য। ইউনাইটেড ন্যাশন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটির আওতায় কার্টাগেনা প্রটোকল অন বায়োসেফটি রয়েছে। ২০০৪ সালে বাংলাদেশ এতে স্বাক্ষর করেছিল। সেটির অনুসরণে এই নীতিমালা করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। মূলত জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম বা জিএমও এবং এলএমও নিয়ে গবেষণা হচ্ছে। সেই গবেষণাগুলোকে নিয়ন্ত্রণ করবে সরকার।

মন্ত্রিসভার বৈঠকে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪ এর খসড়াও অনুমেদান দেওয়া হয়েছে। বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এঙপানশন অন ভিসা রিকয়ারমেন্ট চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৯টা দেশের সাথে বাংলাদেশের ভিসামুক্ত প্রবেশের চুক্তি আছে। এটি নিয়ে ৩০টি হল। এর ফলে ডিপ্লোমেটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়ায় ৩০ দিন ভ্রমণ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধদশ সন্দেহভাজনের অ্যাকাউন্ট অনুসন্ধান করবে ডিবি
পরবর্তী নিবন্ধরেমালে বাড়ল ভূগর্ভস্থ পানির স্তর