সরকারি সিটি কলেজে ক্যান্টিন চাই

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ সরকারি সিটি কলেজ সবারই পরিচিত মুখ। কয়েক হাজার শিক্ষার্থীর পড়াশোনা এই বিদ্যাপীঠে। বিদ্যাপীঠে শিক্ষার্থীদের আনাগোনা বেশি হলেও নেই কোনো স্বাস্থ্যসম্মত ক্যান্টিন। যার ফলে ৯০% শিক্ষার্থী, শিক্ষকশিক্ষিকা ধাবিত হয় রাস্তার ধারে ফুটপাতের টংয়ের দোকানে। খোলা চাপাতা কিংবা ভেজাল চাপাতার চা, খোলামেলা আলুর চপ, ছোলা, সিঙ্গারা, চমুচা, পিঁয়াজু হয়ে উঠে নিত্যদিনের খাবার। ড্রেনের মাছি বসা, ধুলোবালি পড়া বেলপুরি, চটপটি, ফুচকা তো আছেই খোলামেলায়। আরও আছে কস্টিক সোডা মেশানো দুধ, অস্বাস্থ্যকর শরবত, অপরিষ্কার পানিতে চায়ের কাপ ধোয়া, মৃত মুরগী মাংসের বার্গার, স্যান্ডউইজ, রুল ইত্যাদি। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে মাত্রাতিরিক্ত। যা অনেক সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে শরীরের জন্য। এতে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে রীতিমতো। পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। নেই কোনো, কলেজ কর্তৃপক্ষের তদারকি। আর কত ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা অসুস্থ হলে কলেজ প্রশাসনের টড়ক নড়বে। এ বিষয়ে নজর দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি কলেজ প্রশাসন বা কর্তৃপক্ষের কাছে।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধশহুরে জীবন অতিষ্ঠ