উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার সরকারি মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে শুরু হলো জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই উৎসবে আয়োজন করা হয়েছে দুইটি বিভাগে প্রতিযোগিতা ২৪ টি স্কুল নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ১৮টি কলেজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধক ছিলেন সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্রসিমিতির সহ–সভাপতি লায়ন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সভাপতি সাইফুদ্দীন মুন্না, আসিফ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুসলিম হাই স্কুল ডিবেট ক্লাবের সভাপতি কায়েস আদনান। লায়ন মোহাম্মদ আলী বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সঠিকভাবে নিজেদের মতামত প্রকাশ করতে শেখায়। এটি কেবল জেতা বা হারার প্রতিযোগিতা নয়, বরং যুক্তিকে প্রতিষ্ঠিত করার একটি শিল্প। সাইফ চৌধুরী বলেন, বর্তমান প্রজন্ম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সামাজিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত নানা প্রভাবের ভিড়ে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি ধরে রাখা অত্যন্ত জরুরি। সাইফুদ্দীন মুন্না বলেন, বিতর্ক শুধু মঞ্চে কথা বলার প্রতিযোগিতা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষণপ্রক্রিয়া। বিতর্ক তরুণদের গবেষণা করার অভ্যাস গড়ে তোলে, সমালোচনামূলক চিন্তাধারাকে শাণিত করে এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বাড়ায়। আসিফ সিদ্দিকী বলেন, বর্তমান কর্মক্ষেত্রে সাফল্যের অন্যতম শর্ত হলো যোগাযোগ দক্ষতা ও সমস্যার যৌক্তিক সমাধান খুঁজে বের করার ক্ষমতা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে কলেজ পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং হাজেরা তজু ডিগ্রি কলেজ। অপরদিকে স্কুল পর্যায়ে সেমিফাইনালে উঠেছে কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম হাই স্কুল, ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।