সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

রাউজানের পটিয়া পাড়া সরকারি প্রাইমারী স্কুলের মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেছেন শিক্ষার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও পারদর্শী করে তুলতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা ও শিশু হাসপাতালের পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফজল করিম বাবুল।

গতকাল ৯ ফেব্রুয়ারি সরকারি প্রাইমারী স্কুল হারপাড়া ক্লাস্টার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা বিষু দে, আবদুল মমিন, সুব্রত কুমার হাজারী, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, এফবিসিআই সদস্য ব্যবসায়ী ফজল কাদের, ব্যবসায়ী মোহাম্মদ শফি, হারপাড়া প্রাইমারী স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মোকামীপাড়া প্রাইমারী স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন, সমাজ সেবক ওসমান গণি প্রমুখ। উল্লেখ্য এই প্রতিযোগিতায় দক্ষিণ রাউজানের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধলালখান বাজারে ওয়ার্ড পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ