সরকারি নিরাপত্তায় সমাবেশ করছে বিএনপি : তথ্যমন্ত্রী

| বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে বলেই বিএনপি নির্বিঘ্নে সমাবেশ করতে পারছে বলে দাবি করেছেন তথ্য ও সমপ্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ। বিএনপি নেতারা ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বাগাড়ম্বর করছেন দাবি করে তিনি বলেন, খালি কলসি বাজে বেশি। গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, কুমিরের একই ছানা বারবার দেখানোর মতো, বিএনপির সমাবেশগুলোতে একই লোক সারাদেশে ঘুরছে। চট্টগ্রাম থেকে লঞ্চে করে বরিশালে মানুষ গেছে সমাবেশ করার জন্য। সিলেটের সমাবেশে কুমিল্লা থেকে গেছে, ঢাকা, ময়মনসিংহ থেকেও গেছে। ঢাকাতেও কী হবে, আমরা জানি এবং বুঝি। তবে তারা যাতে সমাবেশ করতে পারে, সে জন্য সরকার সর্বাত্মকভাবে তাদেরকে সহয়তা করে এসেছে। সে জন্যই তারা নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। খবর বিডিনিউজের।

হাছান মাহমুদ বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিলো তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমি নিজেও আহত হয়েছি। তাদের সমাবেশে কিন্তু একটি পটকাও ফোটে নাই আজ পর্যন্ত। সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে বিধায় তাদের এভাবে নির্বিঘ্নে সমাবেশ করা সম্ভবপর হয়েছে।

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা তো সরকারের পদত্যাগ দাবি করছেন ১২-১৩ বছর ধরে। ওনারা এক দফা আন্দোলনেই তো আছেন। আর ১০ ডিসেম্বর কতটুকু কি হবে সেটা আমরা জানি এবং বুঝি। কারণ সারাদেশে তো উনারা সমাবেশ করেছেন।

সমাবেশের নামে কোনো কোনো জায়গায় পিকনিক করেছেন, বিশৃঙ্খলাও সৃষ্টি করেছেন এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশের যে হাঁকডাক তারা দিয়েছিলেন তার কোনো প্রতিফলন সমাবেশগুলোতে ছিলো না। সমপ্রতি আমাদের কোনো সহযোগী সংগঠনের সম্মেলনেও যতো মানুষ হয়েছে, তাদের মহাসমাবেশগুলোতে সে রকম হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নিয়ম মেনে আবেদন করেছে, এখন দায়িত্ব সরকারের : ফখরুল
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা