সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে নির্দেশ

| সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। খবর বিডিনিউজের।

শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ২৪ দিনের মাথায় এ উদ্যোগ এলো। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯এর ১১, ১২ ও ১৩ বিধিতে সরকারি কর্মকর্তাকর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক সরকারি চাকুরে এই নির্দেশনা মানেন না। বিগত সরকারের সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।

ক্ষমতার পালাবদলের পরও প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের দুর্নীতির খবর আসছে গণমাধ্যমে। সাবেক কয়েকজন কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদকও।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান
পরবর্তী নিবন্ধমাধ্যমিকে ফিরছে সায়েন্স-আর্টস কমার্স