সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির দাবিতে সারোয়াতলীতে এলাকাবাসীর মানববন্ধন

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে দক্ষিণ সারোয়াতলী ৯নং ওয়ার্ডকে উত্তর সারোয়াতলী নামকরণ করে সরকারিভাবে বাংলাদেশ গভর্মেন্ট প্রেস কর্তৃক গেজেট প্রকাশিত হওয়া সত্ত্বেও অফিস-আদালতে না লেখায় গত ১৯ নভেম্বর সারোয়াতলীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রেজেটে প্রকাশিত হওয়া সত্ত্বেও অফিস-আদালতে এলাকার নাম উল্লেখ না করা দুঃখজনক ও সংবিধান পরিপন্থী। যেখানে সংবিধানের ২৪নং ধারায় রাষ্ট্রকে রাষ্ট্রীয় কার্যক্রমে উল্লেখ করার কথা বলা আছে। বক্তারা এই ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত স্মার্ট কার্ড থেকে শুরু করে সকল দলিলপত্রাদিতে লিপিবদ্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
ডা. তপন কান্তি দাশের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুমন নাগ, ভাষ্কর বিশ্বাস, তিলক বিশ্বাস, বাবর মোনাফ, ইউপি সদস্য সুরেশ চৌধুরী, বিউটি চৌধুরী, রোকন উদ্দীন, রাজু বিশ্বাস, বিশ্বজিত সেন বিশু, ত্রিদীপ চৌধুরী, অরবিন্দ আইচ, প্রদীপ বড়ুয়া, শিবু মজুমদার, নিমাই দত্ত, আবুল কালাম, সাজু বিশ্বাস, সঞ্চয়ন চৌধুরী ভোলা, সুজন চৌধুরী, স্বপন ঘোষ, রনজিত মজুমদার, সুমন মজুমদার, প্রিয়তোষ দাশ, দিলীপ দাশ, সাগর চৌধুরী, স্বপন শুক্ল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমমনা আইনজীবী সংসদের সভা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন