চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, সরকারী গেজেট অমান্যকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। তিনি বলেন, মালিকের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে রাজপথে আন্দোলন করতে আমরা বাধ্য হচ্ছি। সরকারি নীতিমালা অমান্য করে সিএনজি ট্যাক্সি মালিকেরা নিজেরাই দৈনিক জমার টাকা বাড়িয়ে দিয়ে চালকদের হয়রানি করার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে হারুনুর রশীদ উপরোক্ত আহবান জানান। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে গতকাল বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা। ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম, মো. কামাল ভান্ডারী, মো. হাসান মোল্লা, মোহাম্মদ আলম, শ্রমিক নেতা আলমগীর, জসিম উদ্দিন, মোহাম্মদ জহির, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউসুফ, মো. ইদ্রিস, নাজিম উদ্দিন, মোস্তফা, আলাউদ্দিন, আকতার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।