বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি তাদের অধীন দপ্তর ও সংস্থাগুলো এখন থেকে আর নিজেদের সিদ্ধান্তে সরকারি ক্রোড়পত্র গণমাধ্যমে প্রকাশ করতে পারবে না। কেন্দ্রীয়ভাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সব সরকারি ক্রোড়পত্র প্রকাশ করা হবে জানিয়ে গত ১৫ অক্টোবর সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সকল ক্রোড়পত্র তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে চিঠিতে অনুরোধ করা হয়েছে। আদেশ জারির দিন অর্থাৎ গত ১৫ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে। দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সময় সরকারের পক্ষ থেকে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়। খবর বিডিনিউজের।
২০০৬ সাল নাগাদ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সব সরকারি ক্রোড়পত্র প্রকাশ করা হত। এরপর তা প্রকাশের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের ওপর ছেড়ে দেওয়া হয়। এর ফলে অনেক সময় নামস্বর্বস্ব পত্রিকা তদবির করে এবং মাঝেমধ্যে কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়ে ক্রোড়পত্র বাগিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।