আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা–মোহাছেন আউলিয়া সড়কের মনুমিয়ার দিঘী এলাকায় নির্মিত সরকারি কালভার্ট বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে পানি চলাচল ব্যহত হয়ে বর্ষাকালে জলাবদ্ধতা ও চাষাবাদ হুমকিতে পড়বে এমন আশংকা এলাকাবাসীর। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, বারখাইন ইউনিয়নের শোলকাটা–মোহছেন আউলিয়া সড়কটি পশ্চিম আনোয়ারার যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সড়কে এলাকার পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) একটি বক্স কালভার্ট নির্মাণ করে। কিন্তু স্থানীয় কতিপয় ব্যক্তি কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, বক্স কালভার্টর মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ কাজ চলতেছে। ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে ৫০ একরেরও বেশি চাষাবাদ হুমকির মুখে পড়বে। তাছাড়া এই কালভার্ট দিয়ে দেয়াং পাহাড়ের শোলাকাটা এলাকার পানীয় চলাচল করে। এটি বন্ধ হয়ে গেলে আগামী বর্ষায় স্থানীয়দের বসতঘরে ও আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে করে জনদুর্ভোগ বাড়বে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, সরেজমিনে পরিদর্শনে এসে দেখতে পাই কালভার্টির মুখ বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। বিষয়টা আমিও কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি বন্ধ হলে এলাকায় বর্ষাকালে জলবদ্ধতা সৃষ্টি হবে, চাষাবাদের ব্যাপক ক্ষতি হবে।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, পানি চলাচলের জন্য নির্মিত কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এই বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।