সাতকানিয়া জনার কেঁওচিয়া ইছা পুকুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সাইফুদ্দীন হাসানের সঞ্চালনায় সমপ্রতি মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের, ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী
নোমান, ওসমান আলী চেয়ারম্যান, সাতকানিয়া থানার ওসি ইয়াছির আরাফাত, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান, মো. এরফান, নাছির উদ্দিন, আফনান কৌশিক, শেখ সালাউদ্দিন দিনার, আইয়ূব আলী, মুন্সী আবু ছালেহ্, ফরিদ ,আবু ছৈয়দ, এহসান, জমির, ওসমান, জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন
মাওলানা মুফতি হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করে পৃথিবীতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা বর্তমানে
মসজিদ, মাদরাসার অবকাঠামোগত উন্নয়নে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।