সরকার স্বাধীনতার অর্জন ধ্বংস করে ফেলেছে : ফখরুল

| মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা লড়াই করেছি, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই লড়াই করে যাচ্ছি। এই সরকার স্বাধীনতার যে অর্জন, সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে। খবর বাংলানিউজের।

গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার একটি লক্ষ্য নিয়েছে। যারা বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে, তাদের জেলে ঢুকিয়ে গ্রেপ্তার করে সরকার স্তব্ধ করতে চায়। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামাতে পারবে না। এ আন্দোলনে জয়ী হতে হবে, আন্দোলন করে এদের পতন ঘটানো ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি বলেন, কথা বেশি নয়, কথা একটিই। এই সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদেরকে জয়ী হতেই হবে।

মির্জা ফখরুল বলেন, ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ। এ দেশের জনগণ আর হতে দেবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা পণ করে সামনের দিকে এগিয়ে যাই, এছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কবিরা লিখছেন, সকল দেশের রানী আমার জন্মভূমি, কিন্তু এখন দেশে কেউ থাকতে পারে না, চায় না। কারণ যে দেশে রাজত্ব করে পাপীরা, সে দেশে আর ভালো মানুষ থাকতে পারে না। এমনি এক অবস্থা যাচ্ছে দেশে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পাতানো নির্বাচনে যারা সহযোগিতা ও কাজ করে যাবেন, তারা এই দেশের জনগণের কাছে কালো তালিকাভুক্ত হবেন। জানেন, শেখ হাসিনার ভয় কীসে? জনগণে। আর আমাদের ভরসা জনগণ আর গণমাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধ৪০ ব্র্যান্ডের নকল চায়ের প্যাকেট জব্দ
পরবর্তী নিবন্ধনির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না, যথাসময়ে নির্বাচন হবে : তথ্যমন্ত্রী