চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের স্বনামধন্য একটি বৃহত্তম ট্রেড ইউনিয়ন শ্রমিকবান্ধব সংগঠন। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত রোববার চট্টগ্রাম হালকা মোটরযান উপদেষ্টা পরিষদের সাথে কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সংগঠনের সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উপরোক্ত কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা সমাজসেবক মিলন কান্তি শর্মা, বিশেষ বক্তা ছিলেন উপদেষ্টা মো. নুরুল করিম। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, শামসুল ইসলাম আরজু, মো. কাজল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ খোকন শিকদার, মোহাম্মদ কাউসার, আব্দুল হাই মিলন, মো. আলি, ফেরদৌস জামান মুকুল, সোলাইমান সুমন, মো. হোসেন, মো. খাইরুল, মো. রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।