সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের তাই আবারো নৌকায় অবিচল থাকুন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনে ইঞ্জিনিয়ার মোশাররফ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

শেখ হাসিনার সরকারই মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিনরাত শুধু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই আদর্শবান নেত্রী। তাই আবারো নৌকা প্রতীকের প্রতি অবিচল ও আস্থাবান থেকে দেশের মানুষকে প্রকৃত পথ দেখাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

গতকাল সোমবার মীরসরাই উপজেলা সদরস্থ নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন এই মীরসরাইয়ে দেশের সবচেয়ে বেশী সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছে। সকল মুক্তিযোদ্ধা এখনো এলাকার মানুষের পাশে থেকে দেশ ও জাতিকে সঠিক পথ দেখান। বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে সকলেই ধারণ করেন। তাই তিনি সকল মুক্তিযোদ্ধাদের আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমি নিজে এই জনপদ থেকে ও যুদ্ধ করেছি। শুভপুরের ব্রিজসহ অনেক অপারেশনের সাথে সম্পৃক্ত ছিলাম। তিনি মুক্তিযুদ্ধের সত্যিকারের গল্প প্রজন্মকে জানিয়ে যাবার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেনের সভাপতিত্বে এক সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, এমপি পুত্র মাহবুব রহমান রুহেল, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, মেয়র গিয়াস উদ্দিন, ওসি কবির হোসেন, চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম, এনায়েত হোসেন নয়ন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফজলুল করিম, ডেপুটি কমান্ডার আবুল হাসেম, ৯নং ইউনিয় কমান্ডার নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, মীরসরাই পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমেয়র পদে দুজনসহ ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের ৪০ বছর পূর্তি উদযাপন