সরকার পতন আন্দোলনে জনগণকে অংশ নেয়ার আহ্বান

উত্তর জেলা বিএনপির সমাবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির সরকার পতন আন্দোলনে জনগণকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, স্বৈরাচারী শাসন চলছে। সারাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে। এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানকে ‘মিথ্যা’ মামলায় জড়িয়ে হুলিয়া জারি করেছে। এই অবস্থায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আন্দোলন জোরদার করে গণতন্ত্র কায়েম করতে হবে। এ আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত উত্তর জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও নূর মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ ছালাউদ্দীন, মোঃ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, আজম খান, কাজী সালাউদ্দীন, জসিম উদ্দিন সিকদার, ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, জহির আজম চৌধুরী, হাসাম মোঃ জসীম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মাওলানা জমিরউদ্দীন, সরোয়ার উদ্দিন সেলিম, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, মুরাদ চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জাহেদ উদ্দিন বিপ্লব, আশরাফ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান সুজনের
পরবর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হালদা থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন হস্তান্তর