নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
তিনি বলেন, শিক্ষা বান্ধব বর্তমান সরকার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। এক সময় এদেশে এগুলো কল্পনাও করা যেত না। পাশাপাশি উন্নত বাংলাদেশের সাথে সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে অভিভাবকদের নিরলসভাবে শ্রম দিয়ে যেতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনজুরুল আলম চৌধুরী, দেলোয়ার হোসেন মিন্টু, আলমগীর মিয়া, জহুরুল আলম কোম্পানি, রুহুল আমিন, আলী আকবর জুনু, মো. আব্দুল্লাহ প্রমূখ। শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।