সরকার জাতীয়করণসহ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে

শিক্ষক সমিতি চট্টগ্রামের শতবর্ষ পূর্তি উৎসবে শিক্ষা উপমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ সহ শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকাই মুখ্য।

গতকাল শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপমন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রসঙ্গে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আর্থিক সংশ্লিষ্টতা খুব একটা বেশি লাগবে না। তিনি শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্য জাতীয়করণের একটা রূপরেখা তৈরি করার অনুরোধ করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গবেষণা পর্ষদ গঠনের উপর জোর দেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রামের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা তিনটায় শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের শতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম নাসিরউদ্দিন মজুমদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) . গাজী গোলাম মাওলা, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক দেবব্রত দাশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ সচিব মো. বেলাল হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর ও ড. শামসুদ্দীন শিশির। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অঞ্চল চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি রণজিৎ কুমার নাথ, আবুল কাশেম, মো. ওসমান গনি, প্রদীপ কানুনগো, মুজিবুল হক সহ শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলাথানার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মাঠকর্মীদের পুরস্কারের টাকা উপহার দিলেন সাকিব