ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশের গুলিতে’ ছাত্রদল নেতা নয়ন মিয়া মারা যাওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। সমাবেশ থেকে বিএনপি নেতারা দাবি করেছেন, সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
নগর বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
মাহবুবের রহমান শামীম বলেন, সরকার মানুষের বুকে গুলি চালিয়ে রক্ত ঝরাতে উন্মাদ হয়ে উঠেছে। জনগণের প্রতিবাদ ও বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো হঠকারী সিন্ধান্ত নিয়ে সরকার পুরো দেশকে অস্থিতিশীল করে তুলেছে। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ এখন দিশেহারা। তাই তারা মরণ কামড় দিচ্ছে। কিন্তু সাহসী জনতা অতীতেও যেমন সকল স্বৈরাচারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, বর্তমান সরকারকেও তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুৎ করবে।
জনগণের আন্দোলনের গণজোয়ারে অবৈধ সরকারের মসনদ অতলে তলিয়ে যাবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, মো. শাহ আলম, আবদুল মান্নান, মাহবুব আলম, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, শ্রমিকদলের শামসুল আলম (ডক), মহিলা দলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী।
উত্তর জেলা বিএনপি : পুলিশ গুলি করে নয়ন মিয়াকে হত্যা করেছে দাবি করে এর প্রতিবাদে গতকাল সকালে নাসিমন ভবস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছে উত্তর জেলা বিএনপি। এতে বিএনপি নেতারা বলেন, নেতাকর্মীদের হত্যা করে বিএনপির আন্দোলন স্তব্ধ করা যাবে না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। সরকারের পতন অনিবার্য। পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে ও নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এম এ হালিম, ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাড আবু তাহের, জসিম উদ্দিন শিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, আবু জাফর চৌধুরী, শাহজাহান শাহিল।
দক্ষিণ জেলা বিএনপি : নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, নয়ন মিয়াকে হত্যা করে দেশে যে আগুন ধরিয়ে দিয়েছে সে আগুনের লেলিহান শিখায় সরকারের মসনদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নয়ন মিয়া হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফ্ফার চৌধুরী, চন্দ্রগুপ্ত বড়ুয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, অ্যডিভোকেট কাসেম চৌধুরী, লায়ন জহিরুল ইসলাম চৌধুরী, নুরুল কবির ও মোস্তাফিজুর রহমান চৌধুরী।












