সয়াবিন তেল ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট ফাহিম শরীফ খান গত ১৭ এপ্রির এক যৌথ বিবৃতিতে বলেছেন, বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৪ টাকা ও খোলা পাম তেল ১২ টাকা এবং শিল্পে গ্যাসের ৩৩ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখা। আমরা মনে করি, যথাযথ বাজার মনিটরিং ও সিন্ডিকেট উৎখাতের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। নেতৃবৃন্দ অবিলম্বে তেল ও শিল্পের গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।