অভিনয় ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে কাজ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন তানজিন তিশা। ছিলেন আলোচনায়ও। আর নতুন বছরের শুরুটাও হয়েছে তার কাজের প্রশংসার মধ্য দিয়ে। তিশা অভিনীত ‘কঞ্জুস’ নাটকটি মাত্র চার দিনে ৮০ লাখেরও বেশি দর্শক দেখেছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায়ও সিক্ত হচ্ছেন তানজিন তিশা। বলা যায়, বর্তমান সময়টা এখন এই অভিনেত্রীর। মহিদুল মহিমের পরিচালনায় নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
তানজিন তিশা বলেন, নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। এ কারণেই যুক্ত হওয়া। প্রচারের পর ভালো সাড়া পাচ্ছি। মাত্র চার দিনেই এত দর্শক! ভাবতে বেশ ভালো লাগছে। মনে হয়, নাটকটি বেশ বড় সাফল্য পাবে। নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, আমি এখানে তিন বাচ্চার মা। তাই শুটিংয়ের আগে ডায়েট কন্ট্রোল করা ছেড়ে দিয়েছিলাম, যাতে করে মোটা দেখা যায়। এছাড়া এতে পান খেয়ে শুটিং করতে হয়েছে। পান মুখে নিয়ে সংলাপ বলা, আমার জন্য কিছুটা কঠিন ছিল। নির্মাতা মহিদুল মহিম বলেন, এত অল্প সময়েই দর্শকেরা কাজটিকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা সত্যি অনেক আনন্দের। চেষ্টা করেছি চেনা–জানা একটা গল্পকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। আশা করি, কিছুটা হলেও পেরেছি। এদিকে বরাবরের মতো এ বছরও ভালো গল্পের সঙ্গে যুক্ত থাকতে চান তানজিন তিশা। তার ভাষ্য, পরিকল্পনা করে কিছু হয় না। এই বছরও দর্শকদের এমন কিছু কাজ উপহার দিতে চাই, যেগুলো দিয়ে তারা আমাকে মনে রাখবেন।