খুনি জামায়াত–শিবির সন্ত্রাসীদের হাতে ১৯৯৭ সালে ২৬ ডিসেম্বর নিহত ওমরগনিএমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক শহীদ এনামুল হক, কলেজ ছাত্রলীগ নেতা আবুল মুনছুর আলম ও শহিদুল আলম খাঁনের শাহাদাত বার্ষিকী তথা চান্দগাঁও হত্যাকাণ্ডের ২৬ তম দিবস স্মরণে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ দিনব্যাপী রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি পালন করেছে। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে কোরআন খতম, কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল, নগরীর হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে নিহতদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় নিহতদের কবর জেয়ারত ও মোনাজাত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। স্মরণ সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও সামপ্রদায়িক মৌলবাদ অপশক্তি জামায়াত শিবিরের আবার অপতৎপরতা শুরু করেছে। এই সামপ্রদায়িক মৌলবাদ অপশক্তিটি মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রকাশ্যে রাজপথে জঙ্গি মিছিল করে বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষে সরকারকে উৎখাত করার হুমকি দিয়েছে। তাই সম্মিলিত প্রচেষ্টায় মৌলবাদ গোষ্ঠীর অপতৎপরতা রুখে দিতে হবে। পরে নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর পক্ষ থেকে, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ নেতৃবৃন্দ পৃথক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক,ইমরান হোসেন, সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন, সাঈদুর রহমান শাকিল শাকিল, শাখাওয়াত হোসেন অপু, শফিকুল ইসলাম শাকিল, ওয়াহিদুল ইসলাম, শাহাদাত হোসেন হিরা, আজিজুর রহমান আজিজ, আনোয়ারুল ইসলাম জুয়েল, আবু সাঈদ মুন্না, সালাহউদ্দিন কাদের আরজু, শেখ নেওয়াজ ফাহাদ, আওরাজ ভুইয়া রনক, জাহেদুল ইসলাম জাহেদ, ইফতেকার সজিব, নুরুল আবছার রাফি, ফোরকান বিন কামাল, আলিফ শুভ, হাসান তারেক সায়েম, সাফায়াত উল্লাহ শুভ, মাহামুদুল হাসান তুষার, শাহাদাত হোসেন আবিদ, জাহিদুর ইসলাম জামশেদ, ইরফানুল হক মো. ফয়সাল, নিরব বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












