জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে রুপান্তর হয়েছে পটিয়া। গত ১২ বছরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় পটিয়ার উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। তিনি গত বৃহস্পতিবার নগরের একটি রেস্টুরেন্টে পটিয়াস্থ সরকারী কর্মকর্তা, চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা আওয়ামী লীগ সদস্য বিজন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দাশ, ওসি রেজাউল করিম মজুমদার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, আমিনুল ইসলাম খান টিপু, জাকারিয়া ডালিম, বিএম জসিম, এহসানুল হক, মাহবুবুল হক চৌধুরী, মো. বখতিয়ার, মাহবুবুর রহমান, রনবীর ঘোষ টুটুন, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, কামাল উদ্দিন বেলাল, গিয়াস উদ্দিন আজাদ প্রমুখ।