সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কোর্ট হিলের নতুন আদালত ভবন প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম। গতকাল বেলা ১টায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত জোট অতীতের মতো আবারও হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্‌বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের চট্টগ্রাম ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশীদ মিন্টু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুজিবুল হক চৌধুরী, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মহানগর পিপি আবদুর রশিদসহ সিনিয়র আইনজীবীরা। সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী মনতোষ বড়ুয়া, সেকান্দর চৌধুরী, আবদুল হক, জাহাঙ্গীর আলম, রফিকুল আলম, দিনমনি দে, চন্দন বিশ্বাস, চন্দন তালুকদার, জহির উদ্দিন, তসলিম উদ্দিন, উজ্জ্বল সরকার, আনোয়ার হোসেন আজাদ, মোহাম্মদ ইমরান, ওমর ফারুক শিবলী, মেজবাহ উদ্দিন চৌধুরী, রতন কুমার রায়, নোমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, রুবেল পাল, অহিদুল্লাহ, মাহতাব উদ্দিন রানা, জিকু বড়ুয়া, মনিরুজ্জামান সুমন, পাপড়ি সোলতানা, জোবাইদা সরোয়ার নিপা, ফারহানা রবিউল লিজা, কামেলা খানম রুপা, মেজবাহ উদ্দিন দোয়েল ও আকরাম উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসির আইকিউএসির সেমিনার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ‘জুলিও কুরি ’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন