ভলিবল খেলার প্রশিক্ষণ, প্রসার ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সিজেকেএস ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক ও ভলিবল প্রশিক্ষক শামীম আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর সিআরবির শিরিষতলা প্রাঙ্গনে মুজিব শতবর্ষ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাকে এ সন্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বি এম আজাদ। গেস্ট অব অনার ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। তাঁরা শামীম আহমেদের হাতে এ স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।