চট্টগ্রামের ৮ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের নামের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিটি পৌরসভায় ৩ থেকে ১০ জন সম্ভাব্য মেয়র প্রার্থীর নামের তালিকা গেছে ঢাকায়। এক নম্বর সুপারিশপ্রাপ্ত সৌভাগ্যবান প্রার্থী কে এই নিয়ে মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। বেশিরভাগ ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগ থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরাই প্রাধান্য পেয়েছেন বলে জানান জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। এব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম আজাদীকে জানান, সীতাকুন্ড ও সন্দ্বীপে নির্বাচনের তফসিল ঘোষণা করায় কেন্দ্র থেকে প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এখন রাউজান, রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভা বাকি রয়েছে। এসব পৌরসভার প্রার্থীদের নামের তালিকাও কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার এখনো মেয়াদ পূর্ণ হয়নি। আর হাটহাজারী পৌরসভায় একটি মামলা থাকায় নির্বাচন স্থগিত রয়েছে।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের ৬টির মধ্যে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বোয়ালখালীর মেয়াদপূর্ণ হলেও মামলায় নির্বাচন স্থগিত আছে। অপরদিকে নবগঠিত দোহাজারী পৌরসভায়ও সীমানা নিয়ে মামলায় নির্বাচন হচ্ছে না। এব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী পৌরসভার মেয়র প্রার্থীদের নামের তালিকা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। উপজেলা আওয়ামীলীগ থেকে যাদের নামে সুপারিশ রয়েছে, তাদের নাম কেন্দ্রে গেছে।
উপজেলা ও জেলার নেতা এবং কেন্দ্রীয় একটি সূত্র জানায়, পটিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকায় পাঠানো নামের তালিকায় এক নম্বরে রয়েছেন বর্তমান মেয়র হারুনুর রশীদ চৌধুরী, এরপর দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম. টিপু সুলতান চৌধুরী, আ.লীগ নেতা আইয়ুব বাবুল, পৌর আ. লীগ নেতা সরোয়ার হায়দার।
এদিকে চন্দনাইশে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকায় পাঠানো নামের তালিকায় এক নম্বরে আছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, দুই নম্বরে মক্কা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, তিন নম্বরে বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা, চার নম্বরে রফিকুল ইসলামের নাম। এদিকে সাতকানিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকায় পাঠানো নামের তালিকায় এক নম্বরে আছেন বর্তমান মেয়র জোবায়ের আহমদ।
এদিকে বাঁশখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকায় পাঠানো নামের তালিকায় এক নম্বরে আছেন অ্যাডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন আহমদ, দুই নম্বরে উপজেলা আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দাশ, তিন নম্বরে নূর হোসেন, চার নম্বরে রেহানা আক্তার কাজেমী। এদিকে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগে বর্তমান মেয়র শেখ সলিমুল হক চৌধুরীর নাম এবার ঢাকায় পাঠানো হয়নি বলে জানান দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।