বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জীবনের ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহাসমারোহে গতকাল রোববার উদযাপিত হয়েছে। এই দিন একই তিথিতে বুদ্ধের জন্ম, সিদ্ধি লাভ ও মহাপরিনির্বাণ লাভ হয়। সারা বিশ্বের বৌদ্ধ জনগোষ্ঠীর কাছে এটি মহাপবিত্র একটি দিন। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।
চসিক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দীন বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গৌতম আদর্শ ধারণ ও লালন করে আমাদের এই দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্প্রীতিময় আদর্শ সমাজ গঠনে সবার ভূমিকা অপরিহার্য। হাজার বছর ধরে আমাদের এই ভূখণ্ডে সবধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ-নিজ ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে আসছে, এবং বাংলাদেশের সংবিধানে সবার সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। তিনি গতকাল রোববার সকালে আন্দরকিল্লা সিটি কর্পোরেশনের পুরাতন ভবন চত্বরে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন কালে একথা বলেন। শোভাযাত্রার প্রাক্কালে আরো বক্তব্য রাখেন- ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, বৌদিমিত্র বড়ুয়া, জ্যাতিপ্রিয় বড়ুয়া, বিভাস বড়ুয়া, বিক্রম বড়ুয়া, রিপন বড়ুয়া প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার হতে শুরু করা হয়। পরে এটি কাপ্তাই সড়কের থানা সদর, রোয়াজারহাট, ঘাটচেক, ইছাখালী ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি সুমঙ্গল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী। স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, প্রভাষক সুনন্দ থের। উদ্বোধনী বক্তব্য দেন উপযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দশ্রী স্থবির। সুজিত তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সত্যানন্দ স্থবির, কার্যকরী সভাপতি দীপংকর থের, স্বরূপানন্দ ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু, তপানন্দ ভিক্ষু, সংঘরত্ন ভিক্ষু, ধর্মলোপ ভিক্ষু, দীপানন্দ ভিক্ষু, অতুলানন্দ ভিক্ষু, আনন্দজ্যোতি ভিক্ষু, মণিলাল তালুকদার, শিক্ষক অরুণ বড়ুয়া, পূর্ণচন্দ্র মুৎসুদ্দী, তরুণ বড়ুয়া, বিপন বড়ুয়া, রাজেন তালুকদার শিবলু, সুব্রত বড়ুয়া, অসীম বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, পংকজ বড়ুয়া, শিক্ষক মুক্তিসাধন বড়ুয়া, অলক বড়ুয়া, স্মৃতি কুমার চৌধুরী, সাধন বড়ুয়া, রূপক তালুকদার, সমর বড়ুয়া, সোহেল তালুকদার, ক্লিনটন বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, শুক্লা মুৎসুদ্দী, জয় বড়ুয়া প্রমুখ। সমাবেশ থেকে শ্রীলংকার দুস্থ জনসাধারণের সাহায্যার্থে অনুদান প্রদান করার ঘোষণা দেয়া হয়।
প্রবর্তক শিশু সদন : গতকাল সকাল ১০টায় প্রবর্তক শিশুসদনে প্রতি বছরের মত যথাযথ মর্যাদায় বুদ্ধ জয়ন্তী পালন করা হয়। ত্রিপিটক থেকে পাঠ, বুদ্ধ পূজা নিবাসী ছাত্রী সাথি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। গৌতম বুদ্ধের জন্ম থেকে পরিনির্বান পর্যন্ত পাঠ করে খুশী মারমা। কবিতা আবৃত্তি করে পাপুয়া মারমা এবং কণিকা দাশ। বৌদ্ধ কীর্তন পরিবেশন করে নিবাসী ছাত্রীরা। বৌদ্ধ জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী এবং রীতা দত্ত। সকল কলুষ তামস হর- এ রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সহযোগিতায় ছিলেন আবাসিক শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং হল তত্ত্বাবধায়িকা সীমা ভট্টাচার্য এবং নেলী দত্ত।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার আওতাধীন পনেরটি বৌদ্ধ বিহার যথাক্রমে মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা, জোবরা সুগত বিহার, গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির, পৌরসভার মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, বালুখালী জগৎজ্যোতি বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন আরিয় ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, পশ্চিম ধলই উদালিয়া শান্তি বিহারে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল ভোরে ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ২৫৬৬ বুদ্ধ বর্ষবরণ উপলক্ষে শান্তি শোভাযাত্রা, মির্জাপুর গৌতমাশ্রম বিহারে গৌতম বুদ্ধের পবিত্র পুতাস্থি প্রদর্শন, বুদ্ধপূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। প্রত্যক বৌদ্ধ বিহারে আয়োজিত আলোচনা সভায় পৌরোহিত্য করেন স্ব স্ব বিহারের অধ্যক্ষগণ, বুদ্ধ কীর্তন, সন্ধ্যাকালীন প্রদীপ পূজা, প্রার্থীব জগতের শান্তি, জীব জগতের মঙ্গল দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা শেষে সারা দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষিত হয়।
বাঁশখালী : বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাঁশখালীর ৯টি বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী অনুষ্টান মালার আয়োজন করা হয়। আয়োজনে ছিল বুদ্ধ ধাতু প্রদক্ষিণ, বুদ্ধ পুজা, সীবলী পুজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, সমবেত প্রার্থনা। উপরোক্ত কর্মসূচি সমূহ জলদী ধর্মরত্ন বিহারে, শীলকুপ জ্ঞানোদয় বিহারে, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারে, কাহারঘোনা মি: সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে, পুইছড়ি চন্দ্রজ্যোতি বিহারে, জলদী ধর্মচক্র প্রগতি বিহারে, জলদী প্রজ্ঞাদর্শণ মেড়িটেন্সন সেন্টারে, জলদী সার্বজনীন বোধিচৈত্য বিহারে অনুষ্টিত হয়। বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শীলকুপ জ্ঞানোদয় বিহারে আলোচনা সভা বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন ভদন্ত লোকপ্রিয় মহাস্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, লোকপাল বড়ুয়া, শিক্ষক সত্যজিত বড়ুয়া, ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া। এ সময় ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, সুবোধ বড়ুয়াসহ অন্যনারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে সার্বজনীন বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উদ্্যাপন কমিটি ২৫৬৬ বুদ্ধাব্দ ও সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তবৃন্দদের আয়োজনে তথাগত ভগবান বুদ্ধের ত্রি-বার্ষিক বিজড়িত বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মহাজন পাড়া শীবলী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মঙ্গল শোভাযাত্রার উদ্্যাপন কমিটির আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমাসহ ধর্মপ্রাণ বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকারা এসময় উপস্থিত ছিলেন।












