সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে সকলকেঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

লোহাগাড়ায় বিএনপির কর্মীসভা

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ শাসন আমল ভেঙে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। তিনি গত শুক্রবার বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন। আধুনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইমামুল আবেদীন চৌধুরী রিপনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সেলিম উদ্দিন খাঁনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। এতে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল আলম, আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল আলম, যুগ্মআহ্বায়ক আব্দুস সোবহান সওদাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন রানা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদশা সওদাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, তারেকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আমজাদ হোসাইন তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, বিএনপি নেতা সরওয়ার কামাল চৌধুরী, আধুনগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ মিয়া মন্টু, মাস্টার সুরেশ বড়ুয়া, মেঘরাজ বড়ুয়া, ত্রিদীপ বড়ুয়া, ছাত্রনেতা আমাজাদ হোসাইন প্রমুখ।

এটিএম জাহেদ চৌধুরী আরও বলেন, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধ পরবর্তী যে রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেই রাষ্ট্র বিগত দিনের অবৈধ হাসিনা সরকার গুম খুন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে চিরতরে ধ্বংস করে দিয়ে গেছে। তাই এই সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ