কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় দুষ্কৃতকারীরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য ব্যাপক তৎপরতা শুরু করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। তিনি গতকাল বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় এই তৎপরতা চালান। যাতে কোন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড কেউ সংঘটিত করতে না পারে। এমপি জাফর আলম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন থেকে ইউনিয়নে ছুঁটে যান।
একইসাথে তিনি প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সতর্কতার সাথে নিজ নিজ এলাকার পূজামণ্ডপসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধক্রমে এই নির্দেশনা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকেও পোস্ট দেন এমপি জাফর।
উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের একটি পূজামণ্ডপে হামলা চালায় লাঠিসোটা হাতে একদল লোক। এ সময় তারা নানা শ্লোগান ও সাম্প্রদায়িক কথাবার্তা বলে হামলা চালাতেও উস্কানী দেয়। হামলা এবং উস্কানীমূলক কথাবার্তার একটি ভিডিও ভাইরাল হয়। বুধবার রাত সাড়ে দশটার দিকে পেকুয়ার সদর ইউনিয়ন থেকে এমপি জাফর আলম চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি সবাইকে শান্ত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান এবং কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য কঠোর নির্দেশনা দেন। এমপি জাফর আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বরভূমি চকরিয়া ও পেকুয়ায় কাউকে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।











